মানব সময় সাহিত্য পাতা :
আমার প্রতিটি পদক্ষেপ,
পছন্দ,অপছন্দ,নাড়ীনক্ষত্র
পথ চলতে চলতে সব কিছু তোমাকে বলে রাখছি
বলতে পারো জীবনের ডায়রীটা তোমার কাছে জমা করছি যেদিন আমি অনন্তের পথে চলে যাবো
সেদিন থেকে তুমি আমার জীবনী লিখবে।
তুমি জানো অস্তরাগের মুহুর্তটা আমার পছন্দ
ঠিক ওই মুহুর্তে বসে লিখবে আমার নিঃসঙ্গতার কথা,
আমার পূর্ণতার কথা যেন বাদ না যায়।
আমি দেহ তত্বে আসতে না পারলেও
আমি তোমার হৃদয়ে থাকবো,
তোমার চারপাশে ঘুরবো,
তুমি ঠিকই ব্ল্যাক রোজ এর গন্ধ পাবে।