বয়স ৩০ পেরোলেই মনে হবে জীবনটা কেমন হয়ে যাচ্ছে। অনুভূতিগুলো তেমন কড়া নাড়বে না। কাছের মানুষের কাছে বারবার করা আবদার আর করতে ইচ্ছা হবে না, কেমন যেন নিয়ন্ত্রণের মধ্যে জীবন আটকে থাকবে। আপন মানুষ গুলো ধীরে ধীরে চেনা হয়ে যাবে, কারো সঙ্গে অযথা তর্কে জরাতে মন চাইবে না।পছন্দের পোশাকটি অপ্রিয় রঙে রুপ নিবে।ইচ্ছেমত খোলা চুলে সবুজ ঘাসের শিশিরের উপর আর হাটতে ইচ্ছে হবেনা । বারবার মনে হবে এই বুঝি কিছু হারিয়ে যাচ্ছে। সদ্য জন্ম নেয়া যে শিশুর সংবাদ পেয়েছিলেন কিছুদিন পরেই দেখবেন তার বিয়ের নিমন্ত্রণ এসেছে। ১৮ বছর বয়সে যে মানুষটির জন্য আপনি কেঁদেছিলেন ৩০ বছর বয়সে সে মানুষটিকে পাওয়ার কোন ইচ্ছা আপনার থাকবে না। বারবার মনে হবে এইতো জীবন।নিজেকে সান্তনা দেওয়ার ভাষা হারিয়ে সব মেনে নিয়ে ভাববেন, কি দরকার এওসবের জীবন্ত একটাই, অতি অল্প কিছুতেই সন্তুষ্ট থাকতে চাই। তবে যেন কনো বাঁধা থাকে না জীবন লাগামহীন ভাবে চলতে থাকে। সূর্য উদয় হয় আবার অস্ত যায় এভাবে চলতে থাকে জীবন তবে কোন এক সুন্দর দিনে বা নির্জন রাত্রীর সময় জীবন বিদায় নেয় নিঃশব্দে।
(লেখক :চট্টগ্রাম আইন কলেজের এল এল বি দ্বিতীয বর্ষের শিক্ষার্থী)