বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলা :
ভোলার ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল কে বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থবার মনোনয়ন দেওয়া বোরহানউদ্দিন উপজেলার টগবী-ইউনিয়ন শাখার ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেতা কর্মীরা। আজ শুক্রবার সকাল ১০-টায় বোরহানউদ্দিন এমপি মুকুল এর বাসভবনে টবগী-ইউনিয়ন শাখার পক্ষ থেকে অন্যতম ছাত্রনেতা মোঃ শাহিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি মুকুল কে।
এ-সময় বোরহানউদ্দিন উপজেলার ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীর উদ্দেশ্য আলী আজম মুকুল বলেন। ছাত্র রাজনীতি প্রবীণ, রাজপথের আন্দোলনে ছাত্রদের বড় ভূমিকা থাকে। বাংলাদেশের প্রতিটা দলের ছাত্র সংগঠনের শক্তি বড় শক্তি। এই সংগঠনটি রাজপথে অনেক বড় ভূমিকা রাখেন রাজনীতির নেতৃত্ব শুরু হয় ছাত্রনেতা থেকে।
এ সময় তিনি আরও বলেন, “বাংলাদেশ এর উন্নয়নের বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। যখনই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসেন তখনই এই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।