ক্রীড়া প্রতিবেদক :
চট্টগ্রামস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তা রাজশাহীতে বাফুফের নিবন্ধন পত্র, সার্টিফিকেট প্রদান,ওয়ান স্টার লাইসেন্স বিতরণ,ফুটবল সম্পৃক্ত ওয়াকসফ এবং আগামীতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ফুটবলার সৃষ্টির জন্য বিশেষ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করতে তারা আমন্ত্রণ পেয়েছেন। নতুন নিবন্ধন লাভ করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তার মধ্যে টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন সাংগঠনিক সফরে যাচ্ছেন। তাঁরা রাজশাহীতে বাফুফের আয়োজিত ২৫ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত ওয়াকসফে অংশ গ্রহণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে শনিবার সকালে ফিরবেন বলে একাডেমির সহকারী টিম ম্যানেজার মোঃ রাকিব সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
তাঁরা এই সাংগঠনিক সফরের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।