মো:জামাল উদ্দিন (বাঁশখালী প্রতিনিধি) চট্টগ্রাম
বাঁশখালী পুকুরিয়া চাঁদপুর ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে ইসরাইলি বাহিনির হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ও দারুত তাক্বওয়া আল ইসলামিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওঃ ইমরান উল্লাহর সভাপতিত্বে ও হাফেজ মাওঃ শেহাব উদ্দীন এবং মাওঃ রফিকের সঞ্চলনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ক্বারী মাওঃ আব্দুল ওয়াহেদ।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাঃ শুক্কুর চাঁনপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোহাঃ ইসহাক পুরাতনঘাট জামে মসজিদের খতিব মাওঃ ফরিদ আহমদ,এয়াকুব মাষ্টার,চাঁনপুর বাজার কমিঠির অর্থ সম্পাদক আহসান উল্লাহ,ব্যবসায়ী আবুল কালাম,ডাঃ কলিম,ডাঃ জহির,ব্যবসায়ী ফরিদ আহমদ সওঃ,দারুল উলুম মাদরাসার পরিচালল মাওঃ জসিম,ইমদাদ উল্লাহ,বেলাল উদ্দীন,মোহাঃ ওসমান,সংগঠনের সেক্রেটারি তাওহিদ ও মোশাররফ,মাওঃ সাজ্জাদ,মাওঃ আরফাত,মোহাঃ শফিক,আকবর মসজিদের ইমাম মাওঃ শাহজাহান, মাওঃ মোদ্দাসসির,মাওঃ ফোরকান,হাঃ মোরশেদ,মোহাঃ জহির প্রমুখ।বক্তারা বলেন যে কোন মূল্যে ফিলিস্তিনের উপর ইসরাইলের এই বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠন করতে হবে।এবং আরব ও মুসলিম দেশ গুলোকে ফিলিস্তিনের পাশে দাড়িয়ে ইসরাইলকে উচিত যাওয়াব দেওয়ার অনুরোধ করেছেন।সর্বোপরি মানব বন্ধনের সভাপতি হাঃ মাওঃ ইমরান উল্লাহ উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন এবং ক্বারী মাওঃ আব্দুল ওয়াহেদের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করে।