সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় স্বরনী বিশ্ববিদ্যালয় ও কলেজে অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত কলেজের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের নির্দেশনায় বিজয়স্বরনী বিশ্ববিদ্যালয় ও কলেজের সংগঠন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ভিপি ওমর ফারুকের সভাপতিত্বে, জিএস মেহরাজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব শিব সংকর পাল বিশেষ অতিথি ছিলেন প্রভাষক রহিমা আক্তার, প্রভাষক ফরিদুন নেছা,প্রভাষক ফসিউল আলম। উপস্থিত ছিলেন
সংগঠনের সদস্য
রাসেল,আব্দুর রহিম, রিকু রায়, ফারজানা, মাইনউদ্দীন, রুমু,আসমা, সারমিন, আল আমিন, সৌরভ, ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।
প্রধানঅতিথির বক্তব্যকালীন বলেন শিক্ষাসেবামূলক সংগঠন যদি না থাকতো তাহলে দেশ আজ ঘরে ঘরে শিক্ষার আলো পৌছাতে অনেক সময় লাগত। সংগঠনের কার্যক্রম আরও বিস্তার করার জন্য পরামর্শ এবং সংগঠনের জন্য শুভ কামনা প্রার্থনা করেন।