// মানব সময় ঈদ সাহিত্য পাতা //
কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানোে হলেও যেমন তার গ’ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান ,বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়!
কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানন দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সব্বাইকে জানান দিয়েই ভালোবাসুন।
কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন! কাঁ’টার ভ’য়ের বাঁ’ধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাঁ’ধা বি’প’ত্তির শি’ক’ল ভে’ঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক!
ভালোবাসা সুন্দর, আনন্দের। আর ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে সেই আনন্দ কয়েক হাজারগুন বেড়ে যায়। এই অনুভুতিটা এমনই!