মানব সময় সাহিত্য পাতা ||
মনের ছাদটা অনেক বড় থাকবে তখন আমরা রাত জেগে গল্প করব।।
আমার যখন অনেক জ্বর হবে রাত জেগে তুমি পাশে বসলেই আমি সুস্থ হব।।
পরের জন্মে জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাব।
জীবনের একটি দিন ও তুমি রাগ করবে না আমার ওপর, কোনও না দেখা কারনে অভিমান করে দূরে থাকবেনা।।
জানো পরের জন্মে আমি তোমাকে পেতে চায় শুধু মাত্র এই জন্মে অবহেলা আর অভিযোগে হারিয়ে যাওয়া কিছু বিশেষ দিন, বিশেষ মুহূর্তকে সুন্দর করে যত্মে আর ভালোবাসায় সুন্দর করে সাজিয়ে বাঁচার মতো বাঁচাতে।।
পরের জন্মে তুমি আমাকে এতটাই ভালো রেখো যেন তুমি চোখের আড়াল হলে আমার কান্না পায়,,তোমার দূরে যাওয়ার কথা যেন ভাবতে না হয় আমাকে।।
এই জন্মটা তোমার অবহেলায় শেষ হলে ও আমি তোমারি ছিলাম।
পরের জন্মে আমরা থাকব যেখানে তোমার আমার থাকবে না।।
ভালোবাসা,,বন্ধন,, অনুভূতি কখনও টাকা দিয়ে পরিমাপ করা যাইনা।। অনুভূতিটা বড্ড uncountable হয়।।