নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদার বলেছেন, আগামী ২৪ সালের জাতীয় নির্বাচনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতিয়ার হিসাবে শ্রমিকলীগই যথেষ্ট। শুক্রবার রাত ৯টায় শরীফ পাড়ায় হোটেল মারুফ ইন্টানেশনাল হলরুমে শ্রমিকলীগের মিলন মেলায় তিনি এইসব কথা বলেন।
পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে শ্রমিকনেতা গিয়াস উদ্দিন হাওলাদার আরো বলেন, ১০টাকা দানের চেয়েও ১টাকা ঋণ পরিশোধ করা উত্তম। তাই আমাদের সময় এসেছে জ্যাকব ভাই চরফ্যাশনে যে উন্নয়ন করেছে তার ঋণ পরিশোধ করতে হবে। জাতীয় নির্বাচনে তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে পূর্ণমন্ত্রীর আসনে বসাতে হবে।
পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সায়মুন রাসেলের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. শাহাজান মিয়া, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাজী নিরব ফকির, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তুহিনসহ উপজেলা, পৌর, হোন্ডা, নির্মাণ শ্রমিক ও হোটেল শ্রমিকের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
গিয়াস উদ্দিন হাওলাদার প্রায় ৩শত নেতাকর্মীদেরকে গোলাপ দিয়ে বরণ করে নিয়েছেন। রাতে সকলকে উন্নত মানের দিনার করিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হয়েছে।