ডেস্ক নিউজ :
নববর্ষের প্রথম দিনে হালিশহর একাদশ ক্লাবের পক্ষ থেকে বাৎসরিক টেবিল ক্যালেন্ডার বিতরণ করছেন আহ্বায়ক ও সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা ।
একই সাথে নারিকেল তলাস্থ উদয়ন কেজি স্কুলে সরকার প্রদত্ত পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষীকা,গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র -ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আজ রবিবার (০১জানুয়ারী-২০২৩ইং) সকাল থেকেই ক্লাবের উদ্যোগে টেবিল ক্যালেন্ডার, জার্সি, টিশার্ট ও তথ্য ভিত্তিক ক্লাবপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
আগামী কাল সোমবার দুপুরে কিশোর লিগে প্রথম ম্যাচে সীতাকুণ্ডের কিশোর -যুব টিম এর সাথে খেলবে এবং যুব গেমসের জন্য মহানগর /জেলা ও উপজেলা টিমের জন্য বিশেষ বাছাই খেলায় অংশগ্রহণ করবে বলে টিম ম্যানেজার জানিয়েছেন।