মানব সময় সাহিত্য :
প্রতিরাতের অযাচিত চেতনায় জেগে উঠে সে
অলসভাবে ইজিচেয়ারে বসে কফিতে চুমুক দেয়
উচ্চাভিলাষী গল্পের ছলে
আমার মস্তিষ্কে রোপণ করে দেশপ্রেম।
আমরা কথা বলি সমাজ সংস্কৃতি দেশ নিয়ে
সে ভালোবাসে হাজারো বঞ্চিত নিপীড়িতদের
আমাকে থাকতে বলে মিছিলের ল্যাম্পপোস্টে
অবহেলায় ছুঁড়ে দেয় প্রতিবাদের ভাষা
ভোর হতেই কিন্তু মিলিয়ে যায় দিগন্তে
পরে থাকে তার চেতনা এবং ক্ষোভ।
আমিই সাঁওতালী দিপালি সরেন
আমার জানা হয়ে গেছে এ আত্মার পরিচয়
আমি আসছি হে রাজপথ
আজ আমার নেই কোন ভয়।
সোমা মুৎসুদ্দীলে
খক ও আবৃত্তিকার
নন্দনকানন,চট্টগ্রাম