সাহিত্যে মানব সময় :
এমন নিঃশব্দ নিস্তব্ধ রাতের মতো আমিও একদিন ..
সবার যখন গাঢ় ঘুমের গভীর নিঃশ্বাস
তখন হয়তো আমার নিঃশ্বাস
জোনাকি পোকার আলো যখন ক্ষণে ক্ষণে জ্বলবে নিভবে
তখন হয়ত আমার চোখের আলো চিরতরে …
এই রাতের আধার , নিরবতা , একাথাকা বারে বারে আমায় নির্দিষ্ট একটা মাপের ঠিকানা জানান দেয় ।
সব কিছু পেছনে ফেলে অপেক্ষা শুধু সেই ঠিকানায় পৌছে যাবার ।
নিশি শেষে আলোর প্রভাতে আবার নতুন করে বারে বারে ফুল-পাখিরা কাব্যিক কলরবে ঘুম ভেঙে জেগে উঠবে
হয়ত আমি আর ……
ঝিঁঝি ঝিঁঝি পোকার ডাক থেকে থেকে সরব হবে নিরব হবে , তেমন করে হয়তবা আমার নিরবতা ভাঙবে না আর …
দেখে নিয়েছি যা দেখার
শুনে নিয়েছি যা শোনার
জেনে নিয়েছি যা জানার
ভেবে নিয়েছি যা ভাবার
বুঝে নিয়েছি যা বোঝার
অবশিষ্ট নেই কিছু আর বিলিয়ে দেবার
তাই বুঝি হারালো সব অধিকার
এখন অপেক্ষা অনন্তে ফিরে যাবার ।
এখনকার পৃথিবীটা আমার অতল আঁধার আর নিদারুণ নিঃসঙ্গতার।