প্রাণে বাঁধা প্রাণ
মাহ্জাবীন আহমেদ
কলিজাটা উপড়ে নিয়ে এফোঁড় ওফোঁড় করে
প্রণয় আবেগে ঘেরা নেশা ভরা সুরে
গাইছে গান মায়াবিনী শোন পাষানী ওরে ,
কলিজা করে রাখবো তোকে বুকেরও গভীরে ।
প্রহসনের কষাঘাতে শ্রাবণে ভাসা আঁখি
মেঘের কোলে মুখ লুকিয়ে সূর্য্য ডুবে থাকি
দেহ খাঁচার আত্মা খানি বের হতে যেই বাকি
আয়োজনের সব শেষে ডাকে, জাগো “জানপাখী” !
অজানা অদৃশ্য কোন মোহ-মায়ার টানে
জমাট বাঁধা ভালোবাসা কাঁদে অভিমানে ,
দু’চোখে যারে হয়নি দেখা তাকিয়ে সমুখপানে
অন্তরে অন্তরে হয় যে মিলন , প্রাণ বাঁধে প্রাণে ।।