বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুল’র ঈদ-এ মিলাদুন্নবী(সা.)উদযাপনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গভীর শোক: সাংবাদিক আরিফিন তুষারের অকাল প্রয়াণ বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি পরিবেশ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ “ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫ উদযাপন পতেঙ্গায় ইসলামী ব্যাংক হাসপাতাল নির্মাণে স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা-নূরজাহান বেগম ভোলা জেলা ছাত্র ফোরাম, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত এলপিজি গ্যাসের দাম প্রতি কেজিতে কমলো ৩ টাকা কার্যকর সেপ্টেম্বর মাস থেকে উদযাপিত হল অসংখ্য উদ্যোক্তাদের প্রানের প্লাটফর্ম Young Entrepreneurs Success (YES) তরুণ উদ্যোক্তাদ ইয়েস ২১স্কুলের ১০০০ তম দিন ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে -২০২৫ ইং এস এস সি মেধাবী মুখ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় : বন্দরটিলা ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্বোধন ::

অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে অপমৃত্যু হয় তানিয়া আক্তারের এমন খবর ই পান বাবা বেলাল।

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ২.৪৩ পিএম
  • ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ইপিজেড থানা পুলিশের তথ্য ও সুত্র মতে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন কলসীদিঘী পাড়স্থ পকেট গেইট সংলগ্ন ফজিলত মেডিকেল হল থেকে তানিয়াকে চিকিৎসার জন্য ১০ জুলাই ২০২২ইং তারিখ রাত অনুমান
১২.১৫ ঘটিকার সময় বর্ণিত আসামী আনোয়ার হোসেন’র দোকান ইপিজেড থানাধীন কলসীদিঘী পাড়স্থ পকেট গেইট সংলগ্ন ফজিলাত মেডিকেল হলে ডিউটিরত অবস্থায় তানিয়া (২০) পেটের ব্যাথা , অনুভব করলে সিএনজি যোগে
মেডিকেলে নেওয়ার পথে সিএনজির চাকার সাথে গলায় ওড়না পেঁছিয়ে আহত হইলে তাৎক্ষনিকভাবে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম এ নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এবিষয় তানিয়ার পিতা বেলালকে আসামী মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা-জয়নাল আবেদীন,মাতা-ফজিলাত বেগম, সাং-চর উত্তর মাদ্রাজ, ইব্রাহিম ডাক্তার বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-আনন্দ বাজার চাঁন্দার পাড়া, সেলিম মেম্বার বাড়ী, থানা-বন্দর, জেলা-
চট্টগ্রাম। ১০ জুলাই ২০২২ইং তারিখ রাত অনুমান ১২.৪৫ ঘটিকার সময় বর্ণিত আসামী আনোয়ার তাহার মোবাইল নাম্বার ০১৭২৮-৭৯১২০৬ থেকে বাদী বেলাল’র ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১৭৩০৯৬৯০ এ কল করে জানায় যে বাদীর বড় মেয়ে তানিয়া আক্তার (২০) ১০ জুলাই ২০২২ খ্রি: তারিখ রাত অনুমান ১২.১৫ ঘটিকার
সময় বর্ণিত আসামীর দোকান ইপিজেড থানাধীন কলসীদিঘী পাড়স্থ পকেট গেইট সংলগ্ন ফজিলাত মেডিকেল হলে ডিউটিরত অবস্থায় পেটের ব্যাথা অনুভব করলে সিএনজি যোগে মেডিকেলে নেওয়ার পথে সিএনজির চাকার সাথে গলায়
ওড়না পেঁছিয়ে আহত হইলে তাৎক্ষনিকভাবে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল,
চট্টগ্রাম এ নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সূত্র : ইপিজেড থানার জিডি নং- ৪৬০,তাং-১০/০৭/২০২২ইং, ধারা- ফৌঃ কাঃ বিঃ
৫৪।
“পরবর্তীতে বাদীর সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অপমৃত্যু মামলা নং-
২৪/২২, তাং-১০ জুলাই ২০২২ইং র“জু করা হয়। ” থানার অফিসার ইনচার্জ মহোদয়
উক্ত অপমৃত্যু মামলার তদন্তভার এস আই চাংকু নাগ’র উপর অর্পণ করেন।
“তদন্তকারী কর্মকর্কা মামলাটি তদন্তকালে জানতে পারেন যে, ভিকটিম
তানিয়া আক্তার (২০) গত ১০ জুলাই ২০২২ইং তারিখ রাত অনুমান ১২.১৫ ঘটিকার
সময় বর্ণিত আসামীর দোকান ইপিজেড থানাধীন কলসীদিঘী পাড়স্থ পকেট
গেইট সংলগ্ন ফজিলত মেডিকেল হলে ডিউটিরত অবস্থায় পেটের ব্যাথা অনুভব
করলে সিএনজি যোগে নেওয়ার সময় কোন প্রত্যক্ষদর্শী সাক্ষী পান নাই।” বাদী
বেলাল তার কন্যা তানিয়ার মৃত্যু সংবাদের ঘটনাটি হত্যাকান্ড বলিয়া সন্দেহ
হওয়ায় এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে উক্ত আসামী আনোয়ার হোসেন
ভিকটিমের মৃত্যুর ঘটনার সহিত জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য
প্রমান পাওয়া যাওয়ায় উক্ত আসামীকে ১০ জুলাই ২০২২ইং তারিখ ইপিজেড থানা
এলাকা হইতে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার কথাবার্তার
অসংলগ্ন ও কৌশলী বলে মনে করছেন পুলিশ। আসামী এক এক সময় এক এক ধরনের
কথা বলছে। আসামীর বর্ণিত ঘটনায় ব্যবহৃত সিএনজি, ভিকটিমের ওড়না এবং
আসামীর দোকানের আশপাশে কোন সাক্ষী ঘটনার স্বপক্ষে উপস্থাপন করতে পারেন
নাই। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য পাওয়া গিয়াছে
তাহা যাচাই-বাচাই করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তথাপিও ভিকটিম তানিয়া আক্তার
(২০) এর ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ভিকটিমের মৃত্যুর বিষয়টিপুরোপুরি নিশ্চিত করতে পারবে পুলিশ। ১১ জুলাই ২০২২ইং তারিখ যথাযথ পুলিশ
পাহারায় পুলিশ পাহাড়ায় মাননীয় বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মহানগর
আদালত, চট্টগ্রামে সোপর্দ পূর্বক এই প্রতিবেদন দাখিল করিয়াছেন এবং অপমৃত্যু মামলাটি সদ্য রুজুকৃত এবং তদান্তাধীন। এমতাবস্থায় ভিকটিমের
পিএম রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আসামী আনোয়ারকে জেল হাজতে আটক রাখার একান্ত প্রয়োজন বলে প্রতিবেদন দাখিল করিয়াছেন ইপিজেড থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com