শশীভুষণ প্রতিনিধি
শশীভুষণ চরফ্যাশনউপজেলায় শশীভুষণ 02নং কলমির মোড় মোঃ ফিরোজ নামে এক গাজা ব্যবসায়ীকে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আজ সমবার রাত১০ঃ৩০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে কলমির মোড় বাজারে মোঃ ফিরোজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন,শশীভুষণ থানার এস আই দীপঙ্কর শশী ভুষণ থানার এস আই মনির
এলাকা সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত ফিরোজ দীর্ঘ কয়েক বছর যাবৎ মাদকদ্রব্য কেনা-বেচা করেন। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য আইনে একাধিক অভিযোগ রয়েছে।