নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় শাহজালাল (রঃ) প্রাইভেট হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মেডিকেল ডিভাইস ও অনুমোদনহীন পদ্ধতিতে ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (২৯ মে) সকালে নেত্রকোণা সদর উপজেলার পুলিশ লাইন রোডের হযরত শাহজালাল (রঃ) প্রাঃ হাসপাতালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মেডিকেল ডিভাইস, এবং অনুমোদনহীন ভাবে ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় ও সতর্ক করা হয়।
এ সময় ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আঃ রশিদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দীন প্রমুখ।