আছমা আক্তার আখি পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলা প্রশাসক ঈদের নামাজ পড়তে এসে বক্তব্যে বলেছেন কোন অভিভাবক যেন ঈদের ৩ দিন উঠতি বয়সের যুবকদের মোটর সাইকেল এর চাবি না দিতে।এই বিধিনিষেধ না মানার কারণেই আজ পঞ্চগড়ে দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির, আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। …