এম সফিকুল ইসলাম শশী ভুষণ:
মোতাবেক ইলিশা ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কর্তৃক প্রহৃত দুই ট্রাক ড্রাইভার এর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা। এসময় তিনি ভিকটিমদের ন্যায় বিচার ও দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
গত ০৬ এপ্রিল ২০২২ তারিখ ১৩.৩০ ঘটিকায় পূর্ব ইলিশা ইউনিয়ন এর ইলিশা ঘাট এর মিন্টু ট্রান্সপোর্ট এর সামনে পাকা রাস্তার উপর স্থানীয় ইউপি সদস্য কর্তৃক ১। মোঃ লিটন (৩৬), পিতাঃ মফিজল, ২। মোঃ বজলু (৪০), পিতাঃ জগত আলী, উভয় সাং- ছোট মানিকা, থানা বোরহানউদ্দিন, জেলা ভোলাদ্বয়কে এলোপাতাড়ি মারধরের অভিযোগে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Very good post. I absolutely appreciate this website. Stick with it!