এ-দেশ আমার সকল জাতির
সোমা মুৎসুদ্দী
এদেশ আমার সকল জাতির
সকল সম্প্রদায়ের।
এদেশ আমার পূর্ব পুরুষ
বাবা এবং মায়ের।
এদেশ আমার ঈদ ও পূজার
মিলেমিশে খুশি ভাগ।
এদেশ আমার লাখো শহীদের
জয় বাংলার ডাক।
এদেশ আমার হিন্দু মুসলিম
বৌদ্ধ ও খৃষ্টানের।
এদেশ আমার পাহাড় নদী
পাখির কলতানের।