শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোখতার আহম্মেদ এর শেষ কর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান: জেলা প্রশাসক জনাব ফরিদা খানম কোরিয়ান ইপিজেড (KEPZ) কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ (দুই হাজার চারশত তিরাশি) একর জমির দলিল হস্তান্ত করেন: রহমান আদর্শ শিক্ষালয়’র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এস এস সি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন : সানমুন আইডিয়াল স্কুল’র ঈদ পুনর্মিলন শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়ার প্রত্যাশা মেয়রের “মফিজুর রহমান আশিকের উদ্যোগে বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে ইফতার মাহফিল সম্পন্ন “ তজুমদ্দিনে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত আটক ইফতার ও দোয়ার আয়োজন

” কালো মানুষ লাল কাপড়ে ‘ সন্ন্যাসিনী ‘ লাগে” কালো মানুষ লাল কাপড়ে ‘ সন্ন্যাসিনী ‘ লাগে” – ফাউজিয়া ফারহা রেশমী

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১০.৪৪ এএম
  • ৪৭৬ বার পঠিত

মানব সময় সাহিত্য –

আমি শ্যামা বর্নের মানুষ‌ । মুখ ফর্সা হাত কালো এমন ফর্সা হতে ইচ্ছা করেনি কখনও ‌। তখন ক্লাস 5 এ পড়ি , খালামনি পহেলা বৈশাখে লাল শাড়ি কিনে দিয়েছিল ।
আমার বান্ধবী রিয়া ফর্সা এবং সুন্দর এবং লম্বা ছিল আমার থেকে । নানুর বাড়ির সামনে অনেক বড় স্কুল মাঠ ।
সাংস্কৃতিক অনুষ্ঠান হতো খেলাধুলা নাচ গান প্রতিযোগিতার পুরস্কার থাকতো । আমি ও রিয়া নাচ করতাম ।
তো সেই বৈশাখে আমি ও রিয়া নাচ করবো নাম লিখাতে নিয়ে গেছে আপু খালামনি ও আম্মু ।
সেখানে রিয়ার আম্মু ও বড় বোন ও ছিল ।
ওরা আগে নাম লিখিয়েছে । রিয়া ও আমি লাল শাড়ি পড়েছি ‌কিন্তু ভিন্ন ডিজাইন ।
আমার আম্মু ও রিয়ার আম্মু গল্প করতেছে রিয়ার আম্মু আমার আম্মুকে বলতেছে – আল্পনা রেশমীর হলুদ শাড়ি নাই ?
আম্মু বলল আছে বৈশাখে লাল সাদা বেশি ভাললাগে এমন কিছু ।
রিয়ার আম্মু বলল , কালো মানুষ লাল পড়লে সন্ন্যাসিনী লাগে ( আমার ও আম্মুর মন খারাপ হয়ে গেছিল )
আবার বলল থাক ও তো ওত কালো না ঠিকই আছে , মঞ্চের লাইটে ফর্সা হয়ে যাবে ।
আম্মু বলল , ভাবি ফর্সা কালোতে কিছু না , ও পারফর্মেন্স ভাল করে ।
আম্মু বলেছিল রিয়াকে খুব সুন্দর লাগতেছে । আন্টি বলে , দেখেন না বাপের মতো লম্বা হয়েছে । বড় মেয়েকে বিয়ে দেওয়ার আগেই দেখবেন ছোটটার বিয়ের প্রস্তাব আসবে ‌এরপর হাসাহাসি ।
তারপর আম্মু কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে । সে বার আমি নাচে প্রথম হয়েছিলাম ।
আম্মু খালামনি তো অনেক খুশি । আমি জানি না সে দিন আন্টি লজ্জা পেয়েছিল কিনা । কিন্তু আমি প্রথম পুরস্কার হিসেবে একটা সিরামিকের বড় প্লেট পেয়েছিলাম ।
কিন্তু আমার মনে হচ্ছিল আমাকে বোধহয় সুন্দর লাগে না । আম্মুকে বাসায় এসে বলেছিলাম , মা আমি কাল কেনো ? আম্মু বলেছিল কই তুই কালো ।
” রোদে রোদে আরেকটু খেল , তাহলে আরো কালো হবি ”
রিয়া রিয়ার মায়ের কথা শুনে , তুই বিউটির কথা না শুনে দুপুর ৩ টার সময় টই টই করে ঘুরলে এমন কালো তো হবি । আরো অনেক বোকা দিয়েছিল ।
তারপর আবার এক চাচী বলেছিল লাল শাড়ি পরাতে আমাকে বাইদ্যান্নির মতো লাগে ‌। এজন্য অনেক কয়েকটা কালার আমি ইগনোর করতাম তার মধ্যে লাল অন্যতম । কিন্তু আমার আবার কেমন লাল কাপড় পড়তে ইচ্ছে করছে কয়দিন হলো । কালকে মন খারাপ ছিল উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে বের করে লাল কাপড়ে হ্যান্ড পেইন্ট করে কুর্তি বানিয়ে ছবি তুলে ফেলেছি

ফাউজিয়া ফারহা রেশমী
গাজীপুর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com