বোরহান উদ্দিন প্রতিনিধিঃ
বোরহান উদ্দিনে প্রতিবন্ধী পরিববারের ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ২ আগস্ট দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাজল হাওলাদার বাড়ির শাহে আলমের বাক ও শারিরীক প্রতিবন্ধী ছেলে ইসমাইল পাশাপাশি আমির উদ্দিন হাওলাদার বাড়ির দরজায় যায়। এসময় ওই দরজায় যাওয়ার কারণে প্রতিবন্ধী ইসমাইলকে কবির ড্রাইভার ও তার ছেলে জোনায়েদ ও জোবায়েরসহ আরো কয়েকজন মিলে এলোপাতাড়ি মারপিট করে। তাকে উদ্ধার করতে গেলে প্রতিবন্ধীর মা শাহানুর বেগম, তার ভাই আব্বাছ, ভাবী রুনা ও বোন ঝর্ণাকে পিটিয়ে আহত করে। শাহানুর বেগমের মাথায় কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। আহতদেরকে বোরহান উদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের সময় হামলাকারীরা মহিলাদের টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে এবং আহতদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। আহতদের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় আহতরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার দাবি করেন।