মানব সময় সাহিত্য পাতা :
প্রত্যেকের গোপন অন্ধকারে,
অন্যরকম মৃত্যু খুঁজে পাওয়া যায়।
আত্মমর্যাদা পায়ে মারিয়ে ফেলে,
স্বপ্নের বীজ অন্ধকারে গুঁজে,
ভবিষ্যতের আশা মাটিতে মিশিয়ে দিচ্ছি।
প্রিয় সঙ্গীত হারিয়ে গেছে,
নীরবতা এখন আমার সঙ্গী,
ভালোবাসার শূন্যতা নিয়ে পথ চলি,
হাসির স্বাদও বেমালুম ভুলে গেছি।
মুখে হাসির ঝলক নেই,
সপক্ষে কথা বলার শক্তি নেই,
সুখের কোন আশ্রয় নেই,
একা প্রতিটি দিনের হাল রাখি।
শুধু দেহের অবশিষ্ট টুকরো রয়,
এই আত্মহত্যার নাম কী হবে, বলো?