আজকের মানব সময় সাহিত্য পাতা :
ধূসর লালচে আকাশ
আকাশের বুকে
একাদশী চাঁদ আর শুকতারা
হাজার মাইলের ব্যবধানে তুমি
আমার একান্ত আকাশ।।
গাংচিল আর বকের ঝাঁক
উর্ধ্বশ্বাসে নীরে ফিরছে
বট বৃক্ষে চড়ুই, শালিক
সম্মিলনে কিচির মিচির।
সমস্ত প্রকৃতি গোধূলি লগ্নে
প্রার্থনারত জ্বীন, ইনসান
গুল্মলতা,বাহারীপাতা,
পুস্পরাজি,শুভ্র কাশবন
স্তব্ধ বিশ্ব, শুকতারা,আর একাদশী চাঁদ।
স্তব্ধ তুমি, স্তব্ধ আমি
গোধূলির ধাঁধানো রুপে
স্তব্ধ আমাদের যুগল আখিঁ।