সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
“শিক্ষকদের কথার মূল্যায়ন: শিক্ষাক্ষেত্রে এক নতুন সামাজিক চুক্তি”-প্রতিপাদ্যকে সামনে রেখে
চট্টগ্রাম মডেল স্কুলের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান।
এবার আন্তর্জাতিক শিক্ষক দিবসের শ্লোগান হচেছ ‘‘শিক্ষকদের কথার স্বীকৃতি এবং মূল্যায়ন: শিক্ষা ক্ষেত্রে এক নতুন সামাজিক চুক্তি বা অঙ্গীকার (Recognising and appreciating teachers’ voices and working towards a new social contract for education)
শিক্ষকদের দায়িত্ব- কর্তব্য, অধিকার এবং শিক্ষকদের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ বিষয়ের আলোচনায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাস, তানজিনা আক্তার, লাকি আক্তার, খাদিজা আক্তার, লাকি দাস, সুপন দেবনাথ প্রমূখ।