মানব সময় ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এই দুই এমডি প্রতিষ্ঠানটিতে যোগও দিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়েটি নিশ্চিত করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন এবং ৩৭ বছর বিভিন্ন পদসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ইসলামী ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।
মো. ওমর ফারুক খান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন অ্যাসোসিয়েট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)।
মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইসলামী ব্যাংকে যোগদানের আগে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ২০০২ সালে ইসলামী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দিয়ে ২২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।