মানব সময় সাহিত্য সংস্কৃতি :
তুমি তো জানতে মাঝি, পার্বতী তোমারই অপেক্ষায় রইবে
মাছ, পাখিরা কইবে কথা তোমার মনের ভাষায়। আমি তো রয়েছি গহীন সাগরের জলে ডিঙি নৌকা নিয়ে।
সেই জলে যে ভাসিয়ে ছিলে তোমার গহীন জলে মনের সুভাসিনি কে, কে জানতো তাকে নিয়ে ফেলে এসেছো সেই পার্বতী পাহাড়ের চুড়ায়।সেতো বুলডোজারের চাপায় পিষ্টে হয়ে গেছে রাস্তা।সেই রাস্তা দিয়ে কি মাঝি তুমি আসনা, বাইতে নৌকা, মনে পড়ে সেই নদীর জলের গান, সেই হঠাৎ চমকে দেওয়া আওয়াজ, যে আওয়াজ শুনে মাছরা বলল ও হে মাঝি খুব ভয় করে তুমি কি আছো??? পাখিরা বলল মাঝি তোমার পার্বতীর বুকের উপর দিয়ে বিশাল বড় বুলডোজারের ঘম ঘম শব্দ শোনা যাচ্ছে,আ,,,,,আর থাকতে পারছিনা, কি করলে??? পার্বতীকে বিক্রি করে কি পেলে বলে দাও মাঝি??? কেনো এলে এই গহীন গাঙে কি সব ঘুরছে তোমার মস্তিষ্কের ভেতর, জানতে পারি।পারবো কি কিছু জানতে।