মানব সময় ডেস্ক :
নগরীর পতেঙ্গা সৈকতের ওয়াকওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায় নি।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক ওয়াকওয়ের পতেঙ্গা সৈকত জোনে এক শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় চরপাড়া স্লুইস গেট এলাকায় নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকের মৃত্যু হয়েছে। আহত শিশুটিকে হাসপাতলে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার খবর নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিতে চেষ্টা করছি আমরা।
সংবাদ পেলে প্রকৃত ওয়ারিশ বা নিকট আত্মীয় স্বজনদের পতেঙ্গা থানায় যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
খবরের ছবি -প্রতিকী