মানব সময় ডেস্ক :
আজ ২৫ মার্চ ২০২৪, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে
সময় দিয়েছেন “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত, বিশিষ্ট লেখক, গবেষক শিক্ষাবিদ ড. শামসুদ্দীন শিশির স্যার, উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা মহোদয়, শিক্ষক প্রশিক্ষক শ্রদ্ধেয় ওবায়দুল স্যার, একাডেমিক সুপারভাইজার ইউসুফ স্যার, একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার স্যার, বেপজা স্কুলের সিত্তুল মুনা আপা, পরশ পাথর স্কুল এন্ড কলেজের ফারজানা আপ, চিটাগাং আইডিয়াল স্কুলের এস.এম দিদারুল আলম স্যার, চট্রগ্রাম মডেল স্কুলের এম.নজরুল ইসলাম খান, সানমুন আইডিয়াল স্কুলের মো. রফিকুল ইসলাম মল্লিক, ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের জাকির হোসেন বশার, মিরাজ স্যার, স্কলার আইডিয়াল স্কুলের ফারুক হোসেন স্যার, জিটিটি স্কুলের সাজ্জাদুল করিম স্যার, দি সানরাইস কেজি এন্ড হাই স্কুলের সোনিয়া আক্তার, আফরোজা খাতুন এবং শামীমা আক্তার সহ প্রমুখ।