সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, সমাজ আজ দু’ভাগে বিভক্ত, বিবেকবান মানুষ ও বিবেকহীন মানুষ। বিবেকহীনদের অগ্রসরতার কারণে সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক বৈষম্য, মাথাচাড়া দিয়ে উঠেছে সাম্প্রদায়িক গোষ্ঠী, ধর্ম নিরপেক্ষতার মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও আজকে রাষ্ট্রের একটি ধর্ম আরোপ করা হয়েছে, ফলে প্রগতিশীলরা পশ্চাৎপদ হয়েছে, বিবেকহীন ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে নিত্যপণ্য সামগ্রীর দাম আকাশচুম্বী করেছে।
তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে, এসব সমস্যা থেকে উত্তরণ ঘটাতে হলে প্রগতিশীল সামাজিক অনুশাসন ফিরিয়ে আনতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এ মন্তব্য করেন। শনিবার বিকেলে চট্টগ্রাম জামাল খান চেরাগী চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কানু রাম শর্মা, সদস্য অজিত কান্তি দাস, উদীচী চট্টগ্রাম সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাস, সংগঠনের চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কিরণ শর্মার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বরূপানন্দ রায়, সুভাষ আইচ, ডাক্তার নেপাল দাস গুপ্ত, এম হামিদ হোসাইন, অধ্যাপক শিব প্রসাদ, রোকন উদ্দিন মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ মোসলে উদ্দিন বাহার, লুৎফুন নাহার সোনিয়া,রাজু আহমেদ, নয়ন ধর,রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির নেতা মো. সেলিম,মিন্টু, আলী আব্বাস,অধ্যাপক নিলু কান্তি সাহা প্রমূখ।