এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :
দাদার বিবাহকৃত কোনো নারীকে (সৎ দাদী)বিয়ে করা বৈধ হবে কি?দাদার স্ত্রী মাহরামের অন্তর্ভুক্ত। তাকে বিবাহ করা জায়েয নয়।
পবিত্র কুরআনের সূরায়ে নিসা ২২; তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ) ২/৫৪; আহকামুল জাসসাস ২/১১২; বাদায়েউস সানায়ে ২/৫৩৫; আলবাহরুর রায়েক ৩/৯৪; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/২৮
অথচ সম্প্রতি সময় এমন একটি হারাম বিবাহ চরফ্যাশনের হাজারীগন্জে সংঘটিত হয়েছে। স্হানীয় ও জাতীয় পত্রিকায় এবং নেট দুনিয়ায় পক্ষে বিপক্ষে চলছে মাতামাতি। হারাম কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করা হলে ভবিষ্যতে ধর্মীয় রীতি নীতি বিবর্জিত এহেন বিবাহ আরও সংঘটিত হওয়ার আশংকা রয়েছে।
প্রশাসন,স্হানীয় জনপ্রতিনিধি ও আলেম উলামায়কে হারাম বিবাহরোধে যথাযথ পদক্ষেপ নিতে হবে