মানব সময় ডেস্ক :
বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই” এর উদ্দ্যেগে পুরো রমজান মাস জুড়ে সম্বনয় করে ঢাকা,সিলেট,কুমিল্লা, ও চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরনের আয়োজন করা হয়।
পহেলা বৈশাখে চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অঞ্চলের সভাপতি আমানত উল্ল্যাহ মাসুম, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা টিপু সুলতান,প্রধান আলোচক ছিলেন প্রাইম লাইফ লিমিটেডের ইউভিপি এন্ড ইনচার্জ চট্টগ্রাম জোন আব্দুর রহমান সুমন, প্রধান বক্তা এনায়েত বাজার মহিলা কলেজের টিউটর তাজুল ইসলাম, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন, সোহেল খান, এফরানুল হক মিনু, সাকিল আহমেদ,সোহাগ। অতিথি ছিলেন আব্দুল আজিজ, হারুন,আব্দুল খালেক,মোস্তফা,সাইফুল,উপস্থিত ছিলেন অঞ্চলের নেতৃবৃন্দ
সাকিল,লিটন,সাইফুল,বলরাম,নয়ন,আফসিন, মেহরাজ,রাসেল,মুরাদ,দেলোয়ার,টিটু,সাকিব,সাদিয়া,সুমু,অহনা,তাসলিমা,আঞ্জুমান,জান্নাত,পপি,কাজল,উর্মি,ফারজানা,ইয়াছিন, মাসুম,আনিকা,আলী,প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবারের ন্যায় চট্টগ্রাম কলেজ,হাজী মুহাম্মদ মহসিন কলেজে,সিটি কলেজ,সরকারি মহিলা কলেজ,এনায়েত বাজার মহিলা কলের বাউবি দায়িত্বপালনকারী অফিস সহায়কদের ঈদ উপহার তুলে দেন এবং অসহায় মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন।