সিটি প্রতিনিধি : চট্টগ্রাম
৩১/০৩/২০২৩ শুক্রবার “এরিস্ট্রোক্রেসি” চাইনিজ রেস্টুরেন্ট আগ্রাবাদ বানিজ্যিক এলাকায় বাদ আসর জনাব মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রাম এর ইফতার মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ মাইনুল ইসলাম মইন এর সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহন সম্পন্ন হয়। আমন্ত্রিত মেহমান হিসেবে উপন্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কৃতিসন্তান যথাক্রমে জনাব মো শাক্ষওয়াত হোসেন, অফিসার ইনচার্জ ডাবলমুড়িং মডেল থানা। জনাব মো রফিকুল ইসলাম মমিন, ব্যাবস্তাপনা পরিচালক পেস্টিজ করপোরেশন বরিশাল বিভাগীয় সি এন্ড এফ সমিতির সভাপতি / সাধারণ সম্পাদক। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আগত প্রফেসরবৃন্দ। নতুন আজীবন সদস্য জনাব রফিকুল ইসলাম, জনাব মো মিজানুর রহমান, জনাব মো মহিদুল ইসলাম। এর পর পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো জুবায়ের হোসেন সাইফি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জনাব এম জহিরুল আলম। সংগঠনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মো লিয়াকত আলী হাওলাদার। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মো হাবিবুর রহমান সাবেক চিফ ফাইনান্স অফিসার, বন্দর কর্তপক্ষ, চট্টগ্রাম জনাব মো জসিম উদ্দিন পরিচালক হাফিজ জুট মিল। জনাব লায়ন মো আবুল কাসেম সভাপতি বিডিএফ কেন্দ্রিয় কমিটি। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব এটি এম তারেক। সংগঠনের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করার কথা তুলে ধরেন। সামনের দিন গুলোতে নিম্নআয়ের মানুষের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করবে বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রাম। জনাব আবু হানিফা মোহাম্মদ নোমানি সিজিএস কলনী জামে মসজিদের খতিব সাহেব রমজানের তাৎপর্য ও সংগঠন সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে ওযাজ নসিহত করেন। সংগঠনের পূর্বের ও বর্তমান কার্যনির্বাহি সদস্যদের দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেষণ করা হয়। ইফতার শেষে দুর্ঘটনায় আহত ব্যাক্তির বাবার হাতে নগদ ২৬২০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।