অভিনেতা-অভিনেত্রীরা বর্তমানে পর্দার বাইরেও সোশাল মিডিয়ায়ও ভীষণভাবে অ্যাক্টিভ। সেটা তো থাকতেই হবে। কারণ চারিদিকে নানা ঘটনা যে সেখানেই এখন সবার আগে মেলে। তাই সাধারণ মানুষেরও তাঁদের সঙ্গে কানেক্ট করতে অনেকটাই সুবিধা হয়। ধারাবাহিক হোক বা বড়পর্দার অভিনেতা রিলস এখন ভীষণই ট্রেন্ডিং।
অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। জামাই রাজা সিরিয়ালের মাধ্যমে টেলি দুনিয়ায় পা রাখেন তিনি। এরপর একের পর এক ধারাবাহিকে তাঁর অভিনয়ও ভীষণভাবে নজর কেড়েছে দর্শকের। সামাজিক মাধ্যমে ভীষণভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। নতুন কোনও ট্রেন্ডিং গান বাজারে এলেই তাতে ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন।
তবে ভিডিয়ো কিন্তু তাঁকে একা দেখা যায়নি, সঙ্গে বেশিরভাগ সময়ই হাজবেন্ড। তিনিও চলচ্চিত্র দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ। অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। দু’জনের যুগলবন্দি পারফরম্যান্স ভীষণভাবে আকৃষ্ট করে নেটাগরিকদের। দিনকয়েক আগে তাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন দু’জনে। সেখানকার কিছু ছবিও ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তাঁরা। স্বামী স্ত্রীর এই ছবি মন কেড়েছে ভক্তদের।