এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি ||
রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও তজুমদ্দিনে উপজেলা যুবদলের সভাপতি মো. নাছিরউদ্দিন ভূট্টোর সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মহসিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক মো. সামছুদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা ছালাউদ্দিন কাজল হাওলাদার,
বিএনপি নেতা মুজাহারুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ মাঝি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটওয়ারী, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন, মিজান পিটার, শিবির, যুবদল নেতা এম এ হান্নান, আব্বাছ উদ্দিন। অনুষ্ঠানে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানীর পিতার মৃতু্তে গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।