নিজস্ব প্রতিবেদক:
নগরীর এলজিইডি মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর,শনিবার জিএম আইটি এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী এর সভাপতিত্বে ৭০০ উদ্যোক্তা উপস্থিতিতে জমকালো প্রোগ্রামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীর উদ্যোক্তা সম্মেলন ২০২২ ।
অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফাউন্ডার এন্ড ট্রাস্ট সেক্রেটারি সরোয়ার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, এডিশনাল সুপার পুলিশ মোঃ রইস উদ্দিন, সমাজসেবক মোঃ বুলবুল চৌধুরী।
আায়োজনে উদ্যোক্তাদের সম্মাননা ও নেতৃত্বদানকারী সফল উদ্যোক্তা যারা বহু কর্মসংস্থান সৃষ্টি করেছে তাদের লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার জাহান বলেন, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বাধা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশ সরকার উদ্যোক্তা তৈরি করার জন্য যথেষ্ট উদ্যোগ হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করছে।