ডেস্ক নিউজ:
শনিবার ,২৪ সেপ্টেম্বর সকালে নগরীর দেওয়ান হাট,পোস্তারপাড়,মনসুরাবাদ রোডের পাশে অবৈধ ভাবে ফুটপাতে ঘরে উঠা দোকান ফুটপাত দখল করে মোটর সাইকেল গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত পরিছন্ন কর্মকর্তা আবুল হাশেম এ অভিযানের নেতৃত্ব দেন, এসময় চসিক পরিছন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ছবি ও তথ্য – চসিক।