চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাক চাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টম্বর) সকাল ১০টায় দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দীন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ক্বারী শামসল হক মিয়ার ছেলে । তিনি দৌলতখান উপজেলার চরপাতা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ছিলেন। তার স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত খায়ের বোরহানউদ্দীন বাসা থেকে মোটর সাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক সংলগ্ন সড়কে পৌছালে বিপরীত দিকে আসা দ্রুত গতির একটি মালবাহী ট্রাকের চাপায় পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতখান থানার সাব ইন্সপেক্টর ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খায়েরের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।