সাহিত্যে মানব সময় :
বিশ্ব ভুবনে মোরা সৃষ্টির সেরা জীব
মোদের পরম ধর্ম হল মানবতা,
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রইবে মোদের ভালবাসা
রইবে না হানাহানি,থাকবে একাত্মতা।
এই হোক মোদের পণ মানবধর্ম নামে
ঐক্য সম্প্রীতিতে রইবো মোরা সুনামে,
দাঙ্গা, হাঙ্গামা নাই কোন ধর্মে বলা
তবুও সাম্প্রদায়িকতার নামে অশান্তির জ্বালা।
বিবেক-বুদ্ধি যেন লোপ পাচ্ছে দিন দিন
সভ্য জগতে মানবের কান্ড জ্ঞানহীন,
এক অন্যায়ের সূত্রধরে অন্য অন্যায় বাড়ে
অপরাধের তান্ডব লীলা থাকে দেশজুড়ে।
মানুষ নামের দানবের থাকে হিংস্রতার মনোভাব
দেশ-জাতির নৈরাজ্য সৃষ্টি মুখোশধারীর স্বভাব,
অপরাধ দমনে আমরা-ই পারি সহনশীল হতে
গণপ্রতিরোধে দেশ ও সমাজের ষড়যন্ত্র রুখতে।
আমরা মানুষ, তাই গাইবো সাম্যের গান
অসম্প্রদায়িক চেতনায় রবে আদর্শ সুমহান,
জাতি, ধর্ম নির্বিশেষে মোরা সভ্য জাতি
মানবিক মূল্যবোধে মিলে শান্তি ও সমৃদ্ধি।
উদিত হোক সূর্যহৃদয় দেশ ও জাতির উন্নয়নে
সর্বধর্মে ভালবাসা থাকুক আত্মার বন্ধনে,
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান নিজধর্মে সেরা
মানবধর্মে অভিন্ন নই, আমরা আছি যারা।
ধর্মে মানুষ বড় নই,কর্মে মিলে শ্রেষ্ঠত্ব
বিশ্বমানবতা শান্তির লক্ষ্যে করে আধিপত্য,
তবুও মোরা মনুষত্ব্য ভুলে যাই যারা
মানবধর্মের ক্ষতি করে কুলাঙ্গার তারা।
অন্তর্কলহের অবসান হোক শান্তিপূর্ণ মানব সমাজের
সাম্প্রদায়িকতা রক্ষায় থাকুক সম্প্রীতি জনকল্যাণের,
ধর্ম-বর্ণ,সাম্য-মৈত্রীর আজীবন থাকুক সুদৃঢ় বন্ধন
মানবজাতি সমুজ্জ্বল হৃদয়ে গড়বে বিশ্বগঠন।