এম সফিকুল ইসলাম : শশী ভুষণ
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পেটে বাচ্চাসহ গরু জবাই করেছেন মহিউদ্দিন নামে এক কসাই।
শুক্রবার (২১ জানুয়ারী) ভোরবেলা উপজেলার দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা বাজারের মাংশব্যবসায়ী মহিউদ্দিন কসাই প্রতিদিনের মতো শুক্রবার ভোর ৬ টার দিকে দক্ষিণ আইচা বাজারের সৌদি হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে একটি গরু জবাই করেন। গরু জবাইয়ের পর একটি বাচ্চা পাওয়া গেলে তা বালুর মাঠে ফেলে রাখেন মহিউদ্দিন কসাই। দৃশ্যটি স্থানীয় লোকজনের চোখে পড়ে।
এসময় বালুর মাঠে থাকা উপস্থিত সাধারণ মানুষের এমন হৈ চৈ-এর কারণে কসাই মহিউদ্দিন সেখান থেকে সটকে পড়েন। দক্ষিণ আইচার স্থানীয় জনগন এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করছে। তারা আরও বলেন দক্ষিণ আইচায় প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল কে একাধিক বার ফোন দিলে রিসিভ না করায় সাক্ষাতকার নেওয়া সম্ভব হয় নাই।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন আমাদের থানার ফোর্স ওখানে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।