ডেস্ক নিউজ :
নগরীর ৪০নং ওয়াড় পতেঙ্গা মাইজপাড়া(লাল মাঝির বাড়ীতে) অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবার সমুহ কে নগদ অর্থ সহায়তা দিয়েছেন ভারটেক্স অফ-ডক লজিষ্টিক সার্ভিসেস লিঃ।
প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুরের পক্ষে সিনিয়র ম্যানেজার অপারেশন শেখ মোঃ মোয়াজ্জেম হোসেন,মোঃ কাউছার আলম নগদ ০৪হাজার টাকা প্রতি পরিবারকে(১১টি)পরিবাররে হাতে তুলে দেন।এসময় প্রতিষ্ঠানের কর্মচারী আজাদ করিম,রাইহান আক্তার, ৪০ নং যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, এম এ সালাম প্রমুখ।
গত ৬নভেম্বর রাত্রে আগুনে পুড়ে যাওয়া অসহায় ৪টিস্থায়ী বসতবাড়ীও ৫টি ভাড়াটিয়া পরিবার কে এই সহায়তা করেন বলে ভারটেক্স গ্রুপের মোঃ কাউছার আলম জানিয়েছেন্।