ভালোবাসি
ইয়াসমিন মণি।
নিঃসঙ্গতা ছোঁতে পারেনি আমাকে
সঙ্গতা অস্থির করে তুলেছে,
কাছে পাবার ভীষণ আকুলতা
মনকে ক্ষতবিক্ষত করে চলেছে।
কপাল আমার,
দোষারোপ করিনা তোমাকে,
হাত বাড়ালেই বন্ধু জুটে
মনের মিলন হয়না সবার সাথে।
মনের টানে মন দিয়েছি
বেঁধেছি পরাণে প্রেমের অসুখ,
শয়নে স্বপনে তোমাকে দেখি
এখন আমি বলো কিবা করি (?)
মানিয়ে নিতে চেষ্টা করছি
বাস্তবতায় তোমার পথ চলা,
আবেগটুকু তলিয়ে দেখ রত্ন
খুঁজে পাবে।
বহুদিন পর আমার শহর আলোয় ঝলমল,
তবুও কি বুঝনি তুমি ভালোবাসি কতটা (?)