হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চিলমারীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায়, খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম বিফাকে। তাদের কে একটু সহায়তা দেওয়ার জন্য, আজ বিকালে উপজেলার রমনা ইউনিয়নের ৪০টি বানভাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ কোহিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোহাম্মদ রাশিদুল হক, রমনা মডেল ইউপি চেয়ারম্যান, মোঃ আজগর আলী,রমনা ইউপি সচিব,মোঃ মিনারুল হক দোলন প্রমুখ। ত্রাণ প্যাকেজে ছিলো- চাল, ডাল, তেল,সাবান, লবণ, চিড়া, সেভলোন সাবান,মোমবাতি ইত্যাদি। ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। ৭৪রের আলোচিত সেই বাসন্তির বাড়ি পরিদর্শন করেন।