‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য নতুন বডি ট্রান্সফরমেশন করে চমকে দিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। কিন্তু সে সময়ের পায়ের ইনজুরি এখনও ভুগছেন এই অভিনেতা। ঈদের আগে সেই ইনজুরির কারণে উঠে দাঁড়াতে পারছিলেন না এই চিত্রনায়ক। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে টানা তিন সপ্তাহের থেরাপি নিতে হচ্ছে আরিফিন শুভকে। অভিনেতা জানিয়েছেন, ‘এমআরআইয়ের ফল দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত জানিয়েছেন সর্বনিম্ন তিন সপ্তাহ নিয়মিত
থেরাপি নিতে হবে আমাকে। তারপর বাকিটা বলা যাবে। এ সময় কোনো কাজ করা যাবে না, পুরোপুরি রেস্টে থাকতে হবে।’
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন আরিফিন শুভ।
গত এপ্রিলে মুম্বাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করে দেশে ফিরেছেন শুভ। এরপর কয়েকটি বিজ্ঞাপনেরও কাজ করেছেন তিনি। চুক্তিবদ্ধ হয়েছেন ‘নূর’ সিনেমায়।
এ জাতীয় আরো খবর..