মোঃ বাবুল মিয়া বাবলা, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন – ইপসা ও বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে গ্লোবাল গ্রীনগ্রান্টস ফান্ড এর সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ, অধিকার জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
ইপসা সীতাকুণ্ড এরিয়া ম্যানাজার তোফায়েল হোসেন এর সভাপতিত্বে এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা প্রোগ্রাম অফিসার মাহিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম ফোরকান আবু, সহ সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন অনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি,বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য দিদার হোসেন টুটুল, কামরুল ইসলাম দুলু, নির্দেশ বড়ুয়া, বাবুল মিয়া বাবলা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।