সংস্কৃতি সংবাদ:২২ জুন ( চট্টগ্রাম)
বন্দর নগরীর পতেঙ্গা হালিশহর ইপিজেড এলাকার সাহিত্য -সংস্কৃতি সংগঠক ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও চা চক্র – সাহিত্য আড্ডা শনিবার (২২ জুন) সকালে ইংলিশ স্পোকেন ইনিষ্টিউটিট হলে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, আলোর পথে যুব সাহিত্য ফোরামের নির্বাহী পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক সোনালী খবরের চট্টগ্রাম প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান।
এছাড়া আড্ডায় আরো উপস্থিত ছিলেন দৈনিক অপরাধ অনুসন্ধানের প্রতিনিধি মোঃ নূর নবী, বিশিষ্ট মানবাধিকার সংগঠক , দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, ইংলিশ স্পোকেন ইনিষ্টিউটিটের প্রধান পরিচালক মোঃ হানিফ,তারুণ্য সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান অভি, মোঃ ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত।ছিলেন।
আড্ডায় সদ্যবিদায়ী ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়,চা চক্র এবং অত্র হালিশহর -ইপিজেড পতেঙ্গার বিভিন্ন স্তরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে।
আড্ডা থেকে জোর দাবি উঠেছে যে,অত্র অঞ্চলে সংবাদ পত্র ও অনৈতিক ,অপসাংবাদিকতার প্রতিরোধে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে অনুরোধ জানিয়েছেন।
সভা শেষে মানব সময় পত্রিকার ঈদ সংখ্যা বিলি এবং চা চক্রের আয়োজন করা হয়।