মানব সময় ডেস্ক:
বর্তমান সময়ে কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। কিশোর গ্যাং এর নিতিবাচক প্রভাব থেকে সমাজের লোকজন নিরাপদ থাকতে চায়। সমাজের লোকজনদের শান্তি ও নিরাপদ রাখতে টিম ইপিজেড বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় ০৮ মে ২০২৪ খ্রী. থানা এলাকায় অভিযান পরিচালনাকালে আড্ডাবাজি এবং হৈচৈইয়ের মাধ্যমে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করাকালীন বিভিন্ন বয়সী ০৬(ছয়) জন কিশোর’কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না দেওয়ায় তাদেরকে এ ধরনের আচরণের বিষয়ে সতর্ক করা হয়। পরবর্তীতে তাদের অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয় এবং কিশোর গ্যাং এর নেতিবাচক দিক সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হয়।