মানব সময় ডেস্ক :
দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বৃহৎ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকা’র নেতৃত্ব প্রদানে পুনরায় নির্বাচিত হয়েছেন দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান মেজবাহ উদ্দিন।
দেশের সর্বোচ্চ মেধাবীদের/ক্যাডারদের এই সংগঠনের সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত – দ্বীপ জেলা ভোলার রত্ন, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বর্তমান বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব, ছাবেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান।
অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
এই প্রথম কোন অবসরপ্রাপ্ত সচিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এই নিয়ে ৫ম বারের জন্য ঢাকা অফিসার্স ক্লাব এর নির্বাহী কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হন ( সদস্য পদে ১বার, কোষাধ্যক্ষ পদে ১বার এবং সাধারণ সম্পাদক পদে টানা ৩বার)। ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এর পক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ও অঞ্চল কার্যনিবার্হী সদস্যবৃন্দ।