মানব সময় ডেস্ক :
আজ ১ মার্চ ২০২৪, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বন্দর থানা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় বলেন, “পরিমার্জিত কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ মোকাবেলায় অভিভাবকগণ সম্পক্ত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে মো সাইফুল ইসলাম ও মিরাজ মাহমুদের যৌথ পরিচালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক, ধুমপাড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ বশর,বিশতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন থনা শিক্ষা সমন্বয়ক আব্দুল হাকিম চৌধুরী,বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সম্মানিত মহাসচিব এম. নজরুল ইসলাম খান, বক্তব্য রাখেন কেয়া’র মহাসচিব মো.রফিকুল ইসলাম মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, এম এ রহমান, প্রধান শিক্ষক মো.জাকির হোসেন বসার,মো.আশরাফুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তুহিন প্রমুখ।