ক্রীড়া ডেস্ক:মানব সময় |
চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজনে (১২ জানুয়ারি )শুক্রবার দিনব্যাপী সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাপ্পী ৯খেলায় ৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সমান খেলায় ইফতেখার ৭.৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ, ৬.৫ পয়েন্ট পেয়ে এম কে শাহীন ৩য়, মোঃ নাজিম ৪র্থ, সজিব দাস ৫ম, ৬ পয়েন্ট পেয়ে মোঃ হাসান ৬ষ্ট, প্রকৌশলী এস এম তারেক ৭ম,মোঃ সুলতান ৮ম, ৫.৫ পয়েন্ট পেয়ে সাইফুল আজম ৯ম ও আঃ মালেক ১০ম স্থান অর্জন করেছে।
অনুর্ধ ১৬তে প্রাঞ্জল বড়ুয়া, মহিলা বিভাগের তাসপ্রিয়া প্রিমা ও ৫০ উর্ধ্বে মুজিবুর রহমান সেরা খেলোয়াড় এর পুরষ্কার লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রয়াত বকুল বড়ুয়ার ছোট ভাই,
সমিতির সহ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী এস এম তারেক সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বকুল বড়ুয়ার বন্ধু মোঃ হাচান,সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আব্দুল মালেক, ফজলে নুর বাপ্পী, জাহাঙ্গীর আলম,নুরুল আমিন, আবু মহসিন,আসিফ মাহমুদ, সাজিদ বিন জাহিদ, মোঃ ইউছুপ, রুহুল আমিন, কামরুল ইসলাম, আহমেদ হোসেন মজুমদার,রাব্বি সেলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।