সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
২০২৩ বর্ষের শেষ দিন রবিবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাহিত্য আলোচনা সভা। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে এম সফর আলী এর পরিচালনায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুম মুহতাদি এবং কবি বিবি ফাতেমার যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি ওবায়দুল হক। পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা ইলিয়াস করিম আল কাদেরী। পবিত্র গীতা পাঠ করেন কবি সুজন নন্দী।
পবিত্র ত্রিপিট পাঠ করেন আশীষ ষীশা।
এরপর সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, চট্টগ্রাম সিটির সংরক্ষিত আসনের কাউন্সিলর তছলিমা নুরজাহান রুবি। প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন, বরেণ্য সাহিত্যিক, পাঠ্যপুস্তক প্রণেতা ও সংগীত গবেষক,স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামীমরুমি টিটন।প্রধান আলোচক হিসেবে অভিষেক অনুষ্ঠান আলোকিত করেন,কবি ও বিশিষ্ট কথা সাহিত্যিক , চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কবিও ছড়াকার ফারুক জাহাঙ্গীর, প্রিয়জন সাহিত্য পরিষদ ঢাকা মহানগর সভাপতি আলিমুজ্জামান চৌধুরী, কবি ও ছড়াকার, স্বাধীনবাংলা সাহিত্য পরি,,ষদের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা নুরি, কবি ও সংগঠক মাহিনুর মাহি, বিশিষ্ট ব্যবসায়ী ও কবি শৈলান্দ্র নাথ পুলু, কবি ও সংগঠক এস আই বাদল সহ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়া শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, এডভোকেট মঈনুল আলম টিপু,নুরুল কবির করিমী,কবি জেবুন্নেসা সুইটি, রেহেনা পারভীন,জাহিদ তানসির,মো: ইকবাল, এম জে মামুন,অনিক, মালা রানী দেবী,মোঃ ইসমাইল, এডভোকেট ফাহমিদা কবীর,বিলকিস,আসিফ,মো: নুরুন নবী,মোঃ জাহাঙ্গীর,আশীষ খীসা,এম এ সালাম,রুহুল আমীন,অভিলাষ মাহমুদ,মোঃ আলমগীর সহ প্রমুখ।সে সাথে সঙ্গীত পরিবেশন করেন ভারত থেকে আগত কবি ও সংগীত শিল্পী শুক্লা রানী দাস, ও যেবা সামিহা। অত্যন্ত নান্দনিক ও প্রানবন্ত অনুষ্টান সফলার্থে অতিথিদের ফুলেল শুভেচ্ছা সহিত ভোজন বিলাসের মাধ্যমে বর্ষ বিদায়ের এক মাহেন্দ্রক্ষণে কবি, সংগঠক ও পাঠকের মহামিলনমেলার মাঝে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।